১. আজানের সময় । (আবু দাউদ, দারেমী)
২. আজানের পর হতে নামাজের এক্কামতের পূর্ব
পর্যন্ত। (তিরমিযী)
৩. জুম্মার খুৎবা হতে নামাজ শেষ
না হওয়া প্রযন্ত। (মুসলিম)
৪. জুম্মার দিন আসর হতে সূর্যাস্তের পূর্ব
পরযন্ত। (তিরমিযী)
৫. জিহাদের ময়দানের ভীষণ লড়াই
চলাকালে। (আবু দাউদ)
৬. শেষ রাতে; বিশেষতঃ জুম্মার রাতে।
(তিরমিযী)
৭. ফরজ নামাজের পরেই। (তিরমিযী)
৮. সিজদারত অবস্থায়। (তিরমিযী)
৯. লাইলাতুল ক্কদর ও দু’ঈদের রাতে। (আবু দাউদ)
১০. হজ্জের রাতে। (আবু দাউদ)
আল্লাহ আমাদের তাঁর রাসুলের সুন্নাতকে জীবিত করার তাওফিক দিন!
প্রচারে আমদেরকে সাহায্য করুন।
মনে রাখবেন, রাসূল (সাঃ) এরশাদ করেন,
"কেউ হেদায়েতের দিকে আহবান করলে, যতজন
তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের
অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে, তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্
মুসলিম: ২৬৭৪]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ
তাআলা ঐ ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিন,
যে আমার কোনো হাদীস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।’
[-সুনানে আবু
দাউদ ২/৫১৫]
ইসলামের শাশ্বত বাণী সবার
কাছে পৌঁছে দেওয়া সকল মুসলিমের দায়িত্ব।
সুতরাং শেয়ার ও ট্যাগ করতে ভুলবেন না। ☛ নিয়মিত অর্থসহ কুরআন এবং সহিহ হাদিস পড়ুন আর ইসলাম প্রচারে আমদেরকে সাহায্য করুন।
২. আজানের পর হতে নামাজের এক্কামতের পূর্ব
পর্যন্ত। (তিরমিযী)
৩. জুম্মার খুৎবা হতে নামাজ শেষ
না হওয়া প্রযন্ত। (মুসলিম)
৪. জুম্মার দিন আসর হতে সূর্যাস্তের পূর্ব
পরযন্ত। (তিরমিযী)
৫. জিহাদের ময়দানের ভীষণ লড়াই
চলাকালে। (আবু দাউদ)
৬. শেষ রাতে; বিশেষতঃ জুম্মার রাতে।
(তিরমিযী)
৭. ফরজ নামাজের পরেই। (তিরমিযী)
৮. সিজদারত অবস্থায়। (তিরমিযী)
৯. লাইলাতুল ক্কদর ও দু’ঈদের রাতে। (আবু দাউদ)
১০. হজ্জের রাতে। (আবু দাউদ)
আল্লাহ আমাদের তাঁর রাসুলের সুন্নাতকে জীবিত করার তাওফিক দিন!
প্রচারে আমদেরকে সাহায্য করুন।
মনে রাখবেন, রাসূল (সাঃ) এরশাদ করেন,
"কেউ হেদায়েতের দিকে আহবান করলে, যতজন
তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের
অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে, তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্
মুসলিম: ২৬৭৪]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ
তাআলা ঐ ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিন,
যে আমার কোনো হাদীস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।’
[-সুনানে আবু
দাউদ ২/৫১৫]
ইসলামের শাশ্বত বাণী সবার
কাছে পৌঁছে দেওয়া সকল মুসলিমের দায়িত্ব।
সুতরাং শেয়ার ও ট্যাগ করতে ভুলবেন না। ☛ নিয়মিত অর্থসহ কুরআন এবং সহিহ হাদিস পড়ুন আর ইসলাম প্রচারে আমদেরকে সাহায্য করুন।