আমি অনেক হতাশ ছিলাম... দরজা বন্ধ
করে মেঝেতে শুয়ে ভাবছিলাম...
আমি কি করবো?
আমার জীবনের লক্ষ কি??
হঠাৎ খেয়াল করলাম...এর জবাব
আমার ঘরের ভিতরেই আছে!
মাথার উপরে ফ্যান বলছেঃ
সব সময় মাথা ঠাণ্ডা রাখবে!
ছাদ বলছেঃ সব সময় চূড়ায়
যাবার চেষ্টায় থাকবে!
জানালা বলছেঃ বাহিরের
জগতটা কে দেখ ভাল করে!
ঘড়ি বলছেঃ প্রতিটা সময় অনেক মূল্যবান!
আয়না বলছেঃ আগে ভাবো , তার পর করো!
ক্যালেন্ডার বলছেঃ সবার আগে চলো!
দরজা বলছেঃ সর্ব শক্তি দিয়ে জীবনের
লক্ষ পূরন এর চেষ্টা করো!
আমি উঠে দাঁড়ালাম…
দরজার দিকে এগিয়ে আসছি , এমন সময়
পিছন দিক থেকে মেঝে বলে উঠলোঃ
''সবকিছুর আগে মেঝেতে সেজদা দিয়ে
খোদার কাছে সাহায্য চেয়ে নাও !!'
It's awesome to read! Hope you will be legend in this field. Best wishes for you
ReplyDelete