প্রিয় শাহাদত,
একাকী জীবনের অবসান ঘটিয়ে আজ তুই যুগল জীবনে পদার্পণ করতে যাচ্ছিস। তোর এই নব পথ চলা হউক শন্তিময়, স্বপ্নময়। আমার হৃদয়ের উষ্ণ অভিনন্দন গ্রহণ করিস। জীবন কুসুমাস্তীর্ণ নয়। সংসার জীবনে কিংবা যুগল জীবনে বাঁধা আসবেই। সমস্ত বাঁধা ধৈর্য্য ও বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করে তোর যুগল জীবনে যেন সুখের সোনালী বন্ধন অটুট থাকে এ আমার প্রত্যাশা।
প্রিয় বন্ধু,
তুই যেই পথ পাড়ি দিতে যাচ্ছিস সেই পথে যেমন রয়েছে যৌবনের উপচে পড়া তৃপ্তি যেমনি আছে গগণ বিদায়ী বেদনা, তবুও যুগ যুগ ধরে সময়ের সাহসী অভিযাত্রীরা তাদের নিজ নিজ সাথীকে সুখ দুঃখের সঙ্গী করে পাড়ি দিয়েছে এ গিরি প্রান্তর। আল্লাহর দরবারে আমার প্রার্থনা তোর জীবন যেন ফুলে-ফলে ও ছন্দে মুখরিত হয়।
পরিশেষে,
এ দোয়াই করি, তোদের রক্তকণিকা থেকে যেন সৃষ্টি হয় হযরত আবু বক্কর (রাঃ) এর মত সত্যবাদী, হযরত ওমর (রাঃ) এর মতো ন্যায়পরায়ণ, হযরত ওসমান(রাঃ) এর মত দানবীর এবং হযরত আলী (রাঃ) এর মত বিশিষ্ট জ্ঞানী ভবিষ্যত প্রজন্ম।
একাকী জীবনের অবসান ঘটিয়ে আজ তুই যুগল জীবনে পদার্পণ করতে যাচ্ছিস। তোর এই নব পথ চলা হউক শন্তিময়, স্বপ্নময়। আমার হৃদয়ের উষ্ণ অভিনন্দন গ্রহণ করিস। জীবন কুসুমাস্তীর্ণ নয়। সংসার জীবনে কিংবা যুগল জীবনে বাঁধা আসবেই। সমস্ত বাঁধা ধৈর্য্য ও বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করে তোর যুগল জীবনে যেন সুখের সোনালী বন্ধন অটুট থাকে এ আমার প্রত্যাশা।
প্রিয় বন্ধু,
তুই যেই পথ পাড়ি দিতে যাচ্ছিস সেই পথে যেমন রয়েছে যৌবনের উপচে পড়া তৃপ্তি যেমনি আছে গগণ বিদায়ী বেদনা, তবুও যুগ যুগ ধরে সময়ের সাহসী অভিযাত্রীরা তাদের নিজ নিজ সাথীকে সুখ দুঃখের সঙ্গী করে পাড়ি দিয়েছে এ গিরি প্রান্তর। আল্লাহর দরবারে আমার প্রার্থনা তোর জীবন যেন ফুলে-ফলে ও ছন্দে মুখরিত হয়।
পরিশেষে,
এ দোয়াই করি, তোদের রক্তকণিকা থেকে যেন সৃষ্টি হয় হযরত আবু বক্কর (রাঃ) এর মত সত্যবাদী, হযরত ওমর (রাঃ) এর মতো ন্যায়পরায়ণ, হযরত ওসমান(রাঃ) এর মত দানবীর এবং হযরত আলী (রাঃ) এর মত বিশিষ্ট জ্ঞানী ভবিষ্যত প্রজন্ম।
No comments:
Post a Comment