Saturday, March 15, 2014

মোবাইলে ছবি তুলে অনলাইনে আয় করুন

মনের সুখে ছবি তুলতে তুলতে এখনকার মোবাইলে  হাজার হাজার ছবি জমা পড়ে, মাঝে মাঝে বিরক্ত হয়ে ডিলেট করে দেই অথচ সেগুলো কাজে লাগিয়ে আপনি অনেক টাকা আয় করতে পারেন!!? চলুন দেখে নিই সেগুলোকে কিভাবে কাজে লাগিয়ে টাকা আয় করবেন।

গতানুগতিক ফটোগ্রাফি সাইটগুলোতে শুধুমাত্র উচ্চমানের ও ডিএসএলআরে তোলা ছবি গ্রহন করা হয়। সেই সাথে ছবি বিক্রির পর ফটোগ্রাফার সম্মানি পেয়ে থাকেন। আপনি চাইলে www.phonestockfoto.com এর মতো সাইটে আপনার মোবাইলে তোলা ছবি বিক্রি করতে পারেন। প্রতিটি ছবির জন্য মোটামুটি ৫ ডলার পর্যন্ত পাওয়া যায়। ছবির মান যত ভালো হবে তত আয় বাড়বে। একই রকম আরেকটি সাইট হল www.roomtheagency.com . এখানেও আপনি ছবি বিক্রি করতে পারেন।